ROGI KALLYAN SAMITY, HOSPITAL SOCIAL SERVICE OFFICE, CHATTOGRAM MEDICAL COLLEGE HOSPITAL.
বিস্তারিত
রোগী কল্যাণ সমিতি চমেকহা হতে রোগী কল্যাণ সমিতির সহ-সভাপতি ডাঃ তৈয়ব সিকদার এর সহায়তায় শ্বাস-প্রশ্বাস জনিত রোগে আক্রান্ত রোগী ফেরদৌস বেগম, বয়স -৬০, জাফরাবাদ, বৈলতলী, চন্দনাই, চট্টগ্রাম কে ডাক্তারের পরামর্শক্রমে একটি মূল্যবান Oxygen Concentrator Machine প্রদান করা হয়। রোগীর ছেলের নিকট মেশিনটি প্রদান করেন রোগী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও সমাজসেবা অফিসার অভিজিৎ সাহা।
রোগীর ছেলে Oxygen Concentrator Machine এর জন্য রোগী কল্যাণ সমিতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাকে
প্রতিদিন মায়ের জন্য অক্সিজেন রিফিল বাবদ ২০০০/- ব্যয় করতে হয়েছে। অনেক ধারদেনা পর রোগী কল্যাণ সমিতি হত প্রাপ্ত সহায়তায় সে কৃতজ্ঞতা স্বীকার করে।